রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

চাঁদপুরে চুরি হওয়া গার্মেন্টেসের মালামাল উদ্ধারসহ একজন আটক 

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে চুরি হওয়া গার্মেন্টেসের মালামাল উদ্ধারসহ একজন আটক 

ঢাকা-গাজীপুর চৌরাস্তার ক্রিস্টাইল গার্মেন্টস থেকে নারীদের ব্যবহূত ইনার আইটেম (ব্রাসহ অন্য) পোশাকের ৩২৮ কার্টুন মালসহ কাভারভ্যান চট্টগ্রাম যাওয়ার পথে গায়েব হয়ে যায়। অবশেষে চাঁদপুর জেলা শহরের পৌরসভার ৩নং ওয়ার্ডের একটি অটোর গ্যারেজে মালামাল নামানোর সময় ট্রাকসহ আটক করেছে পুলিশ। 

সদর মডেল থানার এসআই আজাদ, এএসআই ওহিদ, মিজানুর রহমান ও সাইফুল ইফুল সংঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় গার্মেন্টসের মাল অটোর গ্যারেজে নামানোর সময় নোয়াখালী জেলার কবিরের ছেলে রুবেলকে আটক করেছে পুলিশ। 

গত সোমবার চাঁদপুর পুলিশের হাতে আটক হওয়া রুবেল জানায়, চাঁদপুর শহরের পুরানবাজার পূর্ব শ্রীরামদি সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী বাড়ির তপন চৌধুরী ছেলে সোহেল চৌধুরী চট্টগ্রাম সিএসডি খাদ্য গুদামের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে চাকরি করে। সেই সুবাদে তার সঙ্গে পরিচয় হলে কাভারভ্যান বোঝাই মহিলাদের গোপন পোশাক ৩২৮ কার্টুন মাল বিক্রির জন্য সোহেলের সঙ্গে যোগাযোগ হয়। 

পরে তার কথামতো চৌধুরী বাড়ির সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে সেলিম চৌধুরী ও সুমন চৌধুরী সঙ্গে যোগাযোগ করেই তাদের অটোর গ্যারেজে মালগুলো আনলোড করা হয়। খবর পেয়ে পুলিশ সেখান যাওয়ার পরেই সোহেল চৌধুরী ও গ্যারেজ মালিক সুমন চৌধুরী পালিয়ে যায়।

এদিকে গাজীপুর চৌরাস্তার আহসানিয়া লজিস্টিক ট্রান্সপোর্ট মালিক রাজীব জানান, গাজীপুর চৌরাস্তা ক্রিস্টাইল গার্মেন্টস থেকে মাল নিয়ে কাভার ভ্যানটি চট্টগ্রাম ও.সি.এল, ডিপুতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাস্তায় মাল নিয়ে গাড়িটি গায়েব হয়ে যায়। গাড়িচালক টাঙ্গাইলের কাদেরকে ফোন করেও সে রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

গাড়ির মালিক মোতাহার মিয়া জানান, গাজীপুর স্ট্যান্ড থেকে বদলি ড্রাইভার কাদেরকে দিয়ে গাড়িটি পাঠানো হয়। ট্রান্সপোর্টের মাধ্যমে ১১ হাজার টাকায় ভাড়ায় চুক্তিতে মাল চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠালে গাড়িচালক কাভারভ্যান নিয়ে উধাও হয়ে যায়। এই ঘটনায় গাড়ির চালক কাদির ও সোহেল চৌধুরী জড়িত রয়েছে।
এদিকে পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে প্রায় সময় গার্মেন্টসের মালসহ বিভিন্ন পণ্য সামগ্রী উধাও হয়ে যায়। গাড়ির চালক পরিকল্পিতভাবেই এই মালগুলো চুরি করে চাঁদপুরে বিক্রির জন্য নিয়ে আসে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. শেখ মুহসীন আলম জানান, গাজীপুর থেকে চুরি হওয়া গার্মেন্টসের মালামাল ভর্তি কাভারভ্যানের ড্রাইভারকে খুন করে কাভারভ্যানটি চাঁদপুর শহরে নিয়ে আসে দুষ্কৃতিকারীরা। তার লাশ মঙ্গলবার (১২ ডিসেম্বর) কুমিল্লা থেকে উদ্ধার করা হয়।  এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এর সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। 

টিএইচ